Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নরিনা ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যেজন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় কর্তৃক BDRIS সিস্টেমের প্রমাণক সংযুক্তির সীমা 100KB এর স্থলে 2MB করা হয়েছে। এখন থেকে প্রমাণক স্পষ্ট, দৃশ্যমান ও পড়ার উপযোগী করে আপলোড করার জন্য অনুরোধ করা হলো।


ইউনিয়নের গ্রামসমূহ
ওয়ার্ড নম্বর
 গ্রাম নাম
নরিনা দক্ষিণপাড়া
নরিনা মধ্যপাড়া, নাববিলা
নরিনা উত্তরপাড়া
চর নরিনা পশ্চিমপাড়া, চর নরিনা পূর্বপাড়া
চর বাতিয়া, জয়রামপুর, বাতিয়া পূর্বপাড়া
ডাংগাপাড়া, পাড়কোলা উত্তরপাড়া, বাচামারা, বাতিয়া পশ্চিমপাড়া
জুগ্নীদহ
কাংলাকান্দা, নারায়নদহ
টেটিয়ারকান্দা


কালেরস্বাক্ষী বহনকারী করতোয়া নদীর পশ্চিম দিকে গড়ে  উঠা শাহজাদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নরিনা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ নরিনা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ও তাঁত শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – নরিনা ইউনিয়ন পরিষদ

খ) আয়তন – ২৬.০৩ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৮০০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।

ঙ) মৌজার সংখ্যা – ০৫টি।(যথা: নারায়নদহ-৫৪, পাড়কোলা-৫৫, নরিনা-৫৬, চর নরিনা-৫৭, বাতিয়া-৫৮)

চ) হাট/বাজার সংখ্যা -৭ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – পাকা রাস্তা ভ্যান ও টেক্সি যোগে ইউনিয়ন পরিষদ।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৯টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০২টি,

    মাদ্রাসা- ৮টি।

জ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ আবু শামিম

ঝ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।

ঞ) ঐতিহাসিক/পর্যটন স্থান ৭ নাই।

ট) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৩৪ ইং।

ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –

    ১) শপথ গ্রহণের তারিখ – ০৬/০২/২০২২ইং

                              

ড) ইউনিয়ন পরিষদ জনবল –

     ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

     ২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

     ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।