Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নরিনা ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম


সেবার তালিকা

নরিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা সমূহ:

বাংলাদেশের চুড়ান্ত স্বপ্ন হচ্ছে 'Digital Bangladesh' গড়া। বর্তমানে এটি দেশের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। UDC SERIVCE বাস্তবায়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রুপ দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UDC গুলোর মাধ্যমে স্থানীয় জনসাধারণ প্রায় সকল রকম সেবা পেয়ে থাকে। নিম্নে তার কয়েকটি উদাহরণ দেয়া হলো :

একনজরে নরিনা ডিজিটাল সেন্টারের সেবা সমূহ:

  1. টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এ্যাপয়েন্ট লিটারসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা।
  2. পাসপোর্ট্ এর ফরম পূরন করাসহ প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে দেওয়া।
  3. স্ট্যাম্প বিক্রয় করা।
  4. জমির পর্চার আবেদনসহ যে কোন মৌজার ম্যাপ উত্তোলন করা।
  5. বিদ্যুৎ বিল গ্রহন করা।
  6. ছবি তোলা
  7. অনলাইনের মাধ্যমে সকল চাকুরির ফরম পূরন করা।
  8. যে কোন পরীক্ষার ফলাফল প্রকাশ করা।
  9. চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করা।
  10. বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নপত্র তৈরি করা।
  11. শিক্ষক নিবন্ধন করা
  12. বিসিএস ফরম পূরণ করা।
  13. একক্লিসেই উত্তোরাধিকারী হিসাব বন্টন করা।
  14. পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা।
  15. সুন্দরবন কুরিয়ার ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস প্রদান করা।
  16. মেইল করা, স্ক্যান করা, ছবি তোলা ইত্যাদি।
  17. বিভিন্ন চুক্তিপত্রের এ্যাফিডেভিট করা।
  18. লীজচুক্তিপত্র, প্রত্যয়ন পত্র, এলাকাপরিবর্ত্ন করা প্রত্যয়নপত্র, ভোটার কারেকশন ফরম প্রদান করা।
  19. মৃত্যুনিবন্ধন, জন্মনিবন্ধন প্রদান করা।
  20. বিমানের টিকিট প্রদান করা।
  21. অফিসিয়াল কম্পোজ করা।
  22. 64টি জেলার বাসের টিকিট বিক্রয় করা।
  23. ব্যাংকিং সেবা প্রদান।
  24. জিডি করা, কেস করা কম্পিউটার কম্পোজ করা।
  25. দেশ বিদেশে কথপোকথন করা।
  26. নামজারি আবেদন ফরম পূরণ করা।
  27. আইনী সহায়তা প্রদান করা।
  28. স্বাস্থ্য সেবা প্রদান করা।
  29. বিক্রয় ডট কমের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করা।
  30. পাত্র-পাত্রীর সন্ধান দেওয়া।
  31. প্রাক-হজ্জ নিবন্ধন করা।
  32. বিজ্ঞপ্তির মাধ্যমে চাকুরির প্রকাশ করা।
  33. কলেজ/ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন। 
  34. জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন
  35. কোভিড-১৯ টিকার নিবন্ধন (সুরক্ষা অ্যাপে)
  36.  অন্যান্য ইত্যাদি 

আপনার মূল্যবান মতামত/অভিযোগ/পরামর্শ আমাদের পাঠাতে পারেন। আমাদের ইমেইল: norinaup12@gmail.com